Saturday, 19 November 2011

Remove all unnecessary file in one click.

অনেক দিন ব্লগ-এ কিছু লিখা হয়না। আজ আপনাদের জন্য একটি ছোট কিন্তু উপকারি নোটপ্যাড প্রোগ্রাম নিয়ে এসেছি। আমরা উইন্ডোজ-XP এর অপ্রয়োজনীয় ফাইল মুছার জন্য সাধারনত start/run- এ গিয়ে %TEMP%, TEMP, PREFETCH, RECENT। তবে আপনি ইচ্ছা করলে এই ছোট ফাইল টির মাধ্যমে ২ ক্লিক এ সব অপ্রয়োজনীয় ফাইল মুছতে পারবেন। প্রথমে ডেক্সটপ-এ রাইট বাটন ক্লিক করে new/ text document- এ গিয়ে notepad খুলুন। নিচের কোডটি কপি করুন।


cd/
COLOR 4A
ECHO DELETE ALL TEMP FILES
C:

CD %TEMP%
RMDIR/S /Q %TEMP%
CD C:/WINDOWS/TEMP
RMDIR/S /Q  C:/WINDOWS/TEMP
CD C:/WINDOWS/Prefetch
RMDIR/S /Q CD C:/WINDOWS/Prefetch
CD %TEMP%
CD..
CD recent
Del /S /q*.

এখন file/save এ গিয়ে cleanpc.bat নামে সেভ করুন। দেখবেন নতুন একটি ফাইল ডেক্সটপ-এ তৈরি হয়েছে। ফাইলটিতে ডাবল ক্লিক করুন।

No comments:

Post a Comment